শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

0
128

স্টাফ রিপোর্ট : যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের ইয়াবা সেবনের ২ টা ভিডিও ভাইরাল হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে কায়বা ইউনিয়ন ছাত্রদল নামে একটি ফেইজবুক পেইজ থেকে তার এ ইয়াবা সেবনের কয়েকটি ভিডিও ছাড়া হলে তা মূহুর্তের মধ্যে ভাইরাল হয়।
বিএনপি নেতার ভিডিও ফেসবুকে দেখে অনেকেই মন্তব্যের ঘরে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এছাড়া ওই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতার অভিযোগ ও তুলেছেন।
১৮ সেকেন্ড এর একটি ভিডিওতে দেখা গেছে ওই বিএনপির সাধারণ সম্পাদক একটি ছেলের হাত থেকে সিগারেটর মতো করে ইয়াবা সেবন করছেন।
এ ব্যাপারে কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন,আমাকে একটু অত্মসুদ্ধীর সুযোগ দিন।এ সময় তিনি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা ও করেন।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির জানান, এগুলো দল পরিপন্থি কাজ। আমরা এমন ঘটনার সমর্থন করি না।
যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড.সাবেরুল হক সাবু জানান,মাদক সেবী দল ও সমাজের জন্য ভয়ংকর।বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here