সৌদি যাওয়া হলোনা আলামিনের! সড়ক দূর্ঘটনায় মৃত্যু

0
128

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক প্রবাসী আলামিন শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এবং তার সাথে মোটরসাইকেলে থাকা দুলু শেখ (২৫) ও নয়ন শেখ (২০)ও এসময় পথচারী রাজলক্ষ্মী (৬০) নামে মহিলা আহত হন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার নড়াগাতি থানার যোগানিয়া তুষারের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আলামিন শেখ দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে শেখের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আকরাম শেখের ছেলে দুলু শেখ,মতিয়ার শেখের ছেলে মোঃ নয়ন শেখ ও পঞ্চানন নন্দীর স্ত্রী রাজলক্ষ্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলামিনের শুক্রবার (৭ মার্চ) বেলা ৩ টায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট থাকায় বৃহস্পতিবার রাতে দুলু শেখ ও নয়ন শেখকে সাথে নিয়ে যোগানিয়া বাজার থেকে ছবি ও আইডি কার্ড ফটোকপি করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় পৌছালে একজন মহিলা রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সামনে চলে আসে। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন এর সাথে সংঘর্ষ হয়। এতে পথচারী রাজলক্ষ্মী, মোটরসাইকেলে থাকা আলামিন, দুলু ও নয়ন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। পথচারী রাজলক্ষ্মীকে ঢাকায় এবং দুলু ও নয়নকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছে।
এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম জানান, ঘটনা শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here