যশোর অফিস : শুক্রবার জুম্মাবাদ প্রেসক্লাব যশোরের সামনে সাধারণ ছাত্র জনতা যশোর জেলার আয়োজনে আবু দারদা নাইমের নেতৃত্বে যশোর জেলা বৈষময় বিরোধী ১০১ এর বিরাজমান অস্থিতিশীল অবস্থা এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে শাহাবাগীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে জুলাই জনতার মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যশোর জেলা শাখার প্রতিনিধি নুরুজ্জামান,এস কে আসিফ সোয়ান ,সোলায়মান হোসেন, মোহাম্মদ রেজওয়ান আহমেদ, রাতুল, ইমরান হোসাইন, মোহাম্মদ আরিফ বিল্লাহ, মাসুদুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন শাহবাগীরা গণজাগরণ মঞ্চ তৈরি করে নিরাপদ মানুষকে ফাঁসি দেয়ার আন্দোলন করেছিল,সেই গণজাগরণ মঞ্চ আমরা আর দেখতে চায় না, বিগত১৫ বছরে যারা কথা বলতে চেয়েছে বা কথা বলেছে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।যে শাহবাগী নাস্তিকেরা জঙ্গি নাটক সাজিয়েছিল সেই লাকি নাস্তিক আবার ফিরে এসেছে, এই নাস্তিকদেরকে বাংলার জনগণ আর মেনে নেবে না, এই শাহবাগীরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানানোর পায়তারা করছে, আমাদের এই সোনার বাংলায় কখনো ভারতের তাবেদারি মেনে নেব না, আমরা ২৪ শে রক্ত দিয়েছি প্রয়োজন হলে আবার এই শাহবাগীদের উৎখাত করার জন্য আবার রক্ত দেবো তার পরেও শাহবাগী নাস্তিকদের মেনে নেব না, মানববন্ধন থেকে নাস্তিক লাকি আক্তারকে দ্রুত গ্রেফতারের দাবী জানান এবং সকল ধর্ষনের ঘটনায় জড়িত ধর্ষকের স্বল্প সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।















