যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

0
180

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানে যশোরে খাদ্যবান্ধব কর্মসূচি টিসিবি ও ওএমএস চালু রয়েছে। মানুষের সাশ্রয়ে কেনাকাটার সুবিধার্থে এই কর্মসূচি চালু করা হয়েছে। এ কার্যক্রমের বিরম্নদ্ধে যদি কোন অভিযোগ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেয়া হবে।
যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকড়্গ অমিত্রাড়্গরে রোববার সকালে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারম্নল ইসলাম এ কথা বলেন। সেই সাথে ভোগাšিত্ম দূর করতে এবং সেবাকে দৃশ্যমান করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
তিনি আরো বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি টিসিবি, ওএমএস কার্যক্রম চালু রয়েছে। এ কর্মসূচির বিষয়ে কোন জায়গা থেকে যেন খারাপ খবর না আসে। যদি কোন রকম অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, শিড়্গা বোর্ড অফিসের সামনে জেলা পরিষদের ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় অফিসের ভেতর জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে আহবায়ক করে দেয়া হবে। যশোরে ৫৫টি ব্রিজের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ব্রিজগুলো অপসারণ করে মাপ অনুযায়ী ব্রিজ নির্মাণের বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর হ¯ত্মড়্গপে কামনা করা হয়। আর মশা নিধনের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয় যশোরের পৌরপ্রশাসক রফিকুল হাসানকে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান বলেন, যশোরে ৮টি ব্রিজ নিয়ে মামলার জটিলতার কারণে কাজ বন্ধ রয়েছে। আর যশোরের নদনদীর উপর অধিকাংশ ব্রিজ স্বাধীনতার পরে নির্মিত হয়েছে। একারণে আকারে ছোট। এসব ব্রিজ নিয়ে মন্ত্রণালয়ে প্র¯ত্মাব পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা এলে ব্রিজ অপসারণ করে নির্মাণ কাজে গুরম্নত্ব দেয়া হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, নড়াইল রোডে জেলা পরিষদের গাছ কাটা হচ্ছে। গাছ কাটার পর গোড়া উপড়ে ফেলায় গর্তে সৃষ্টি হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান বলেন, নড়াইল রোডে গাছের গোড়া উপড়ে ফেলায় সৃষ্টি হওয়া গর্তগুলো মাটি দিয়ে ভরাট করে দেয়া হবে। তিনি বলেন, যশোর জেলায় জেলা পরিষদের ৫টি মার্কেট নির্মাণ করা হবে। মার্কেট নির্মাণ করা হবে শহরের মধ্যে জাবির হোটেলের সামনে, নাভারণ মোড়ে, বাঁকড়া বাজারে, কেশবপুরের আলতা পোল ও অভয়নগর বাজারে। ইতমধ্যে অভয়নগর বাজারের মার্কেট নির্মাণ কাজ শেষের দিকে। ৫টি মার্কেটের মধ্যে শহরের মার্কেট নির্মাণ করা হবে ১৫ তলা।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়েত বলেন, হাসপাতালে বহিরাগত অ্যাম্বুলেন্স ও দালালের উপদ্রব চলছে। প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হলে এগুলো কামানো সম্ভব হবে। সেই সাথে মশার উপদ্রব কমানোর জন্য পৌর প্রশাসকের হ¯ত্মড়্গপে কামনা করেছেন। এটা কমলে পরিবেশ ভাল থাকবে।
সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন, জাতীয় ভিটামিন এ পস্নাস ৯৮ দশমিক ৬ শতাংশ খাওয়ানো সম্ভব হয়েছে। জুলাই আগস্টে আহত ৮০ জনের তালিকা পাঠানো হয়েছে। তার মধ্যে ৬৭ জনের নাম গেজেটে আছে। তিনি আরো বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের কাজ সম্পন্ন হলে ২৫০ শয্যা হাসপাতালে রোগীর চাপ কমে যাবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরপ্রশাসক রফিকুল হাসান বলেন, মাস ব্যাপি মশক নিধন অভিযান চলছে। পৌরসভা এলাকার অফিস ও বাড়িতে পরিচ্ছন্ন কর্মী দিয়ে সেবা দেয়া হবে। কোন এলাকা থেকে যদি ফোন করে জানানো হয় মশার উপদ্রব বেড়েছে। ওই এলাকায় মশা নিধন করে দেয়া হবে। মুজিব সড়ক থেকে স্টেশন পর্যšত্ম রা¯ত্মায় সড়ক বাতি স্থাপন করে আলোকিত করা হবে। শহরের যানজট নিরসনে ট্রাফিকের সাথে ১২জন ছাত্র কাজ করছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, কপোতাড়্গ নদের জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান রয়েছে। আগামী বর্ষার মৌসুম আসার আগে ভবদহের হরিহর ও আপার ভদ্রা নদী খনন করলে জলাবদ্ধতা হবে না। আমডাঙ্গা খাল খননের বিষয় টেন্ডার দেয়া হয়। দুই বার রিট্রেন্ডার হয়ে যায়। পরে আবার টেন্ডার করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরম্ন হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক বলে, রোজায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি হচ্ছে। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here