যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সাধারণ সভায় ঈদে যানবাহনে নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা দিতে হবে- ডিসি

0
142

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক ও মহা সড়কে
জন সাধারণের যাতাযাত নিরাপদ নির্বিঘ্ন করার লক্ষ্যে
যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সাধারণ
সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে জেলা
প্রশাসন ও বিআরটিএ এর যৌথ আয়োজনে এই সভা
করা হয়।
সভায় ঈদকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে
চাঁদাবাজি, চুরি, ছিনতাই, অতিরিক্ত ভাড়া আদায়
বন্ধ, ফিটনেস বিহীন ও ওভার লোডপরিহার, সড়কের পাশে
অস্থায়ী দোকান উচ্ছেদ , অতিরিক্ত গতিনিয়ন্ত্রণসহ
বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় শ্রমিকনেতা, ব্যবসায়ী সংগঠন, পুলিশ
প্রশাসন, নিরাপদ সড়ক আন্দোলন সহ কয়েকটি
ইউনিটের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে
সভায় বক্তারা বলেন,শহরে চুরি ছিনতাই বেড়ে গেছে।
ঈদে নিরাপদে বাড়ি ফিরতে প্রশাসনের কঠোর ব্যবস্থার
প্রয়োজন। যানজট নিরসনে শহরে রিকসা,
ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণ করা দরকার। কিশোর
গ্যাংয়ের দৌরাত্ব নিয়ন্ত্রণ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে-ই-
আলমসিদ্দিকী, হাইওয়েপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার
নাসিম খান, যশোর চেম্বর অফ কমার্স এন্ড
ইন্ড্রাস্ট্র্রিজের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম
সোহান , জেলা বিএনপির সভাপতি সৈয়দ
সাবেরুলহকসাবু, জেলা জামায়াতের আমীর গোলাম
রসূল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান
টুকুন প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার নূরে-ই-আলমসিদ্দিকীবলেন, শহরের
ভিতরে গাড়ির ওভার লোড ও ওভার স্প্রিডের বিষয়টা পুলিশ
প্রশাসন নজরদারি করবে। রাত ১১ টার আগে শহরে
ভারিযান প্রবেশ করতে দেয়া হবে না। টিনএজদেরগাড়ির
অতিরিক্ত গতি ও বিকট শব্দের বিষয়ে প্রশাসন কঠোর
ব্যবস্থা নেবে। ইতিমধ্যে ছিনতাই ও মলম পার্টির
বিষয়ে পুলিশ কাজ করছে।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, কিছু
মানুষের স্বার্থের জন্য যশোরের ৩১ লক্ষ্য মানুষের
ভোগান্তি বরদাস করা হবে না। সড়কে মানুষের নিরাপত্তার
জন্য আমরা সরকারের হয়ে কাজ করবো। মানুষকে সেবা
দিয়ে লাভ বানহন। সেবা না দিয়ে ব্যবসা করেন না।
এছাড়া, যানবাহনে নারী ও শিশুদের
বিশেষনিরাপত্তাদিতেহবে। গাড়িতেজরুরি
যোগাযোগের নম্বর রাখতেহবে। নওয়াপাড়া ও
বেনাপোলেওয়েট স্কেল দ্রুতচালুকরাহবে।
সভাপরিচালনাকরেন,
বিআরটিএযশোরেরসহকারিপরিচালক এ এসএমওয়াজেদ
হোসেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here