রাজগঞ্জে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ

0
184

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন হানুয়ার মৌজায় আদালতের দেওয়া ১৪৪/১৪৫ ধারা রায় উপেক্ষা করে পাকা ঘর নির্মাণ অব্যাহত রয়েছে।
আদালতের রায়ে জানা যায়, হানুয়ার গ্রামের মো. জাহাঙ্গীর বাদী হয়ে যশোর বিজ্ঞ আদালতে পিটিশন দায়ের করেন, যার নং ৩১১/১৫। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত যশোর যার স্মারক নং ৫৯৫ নং গত ২ মার্চ ২০২৫ ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ রায় প্রদান করেন।
বিবাদী উপজেলার হানুয়ার গ্রামের মতৃ ইন্তাজ আলী মোড়ল ছেলে আসাদুজ্জামান, মল্লিকপুর গ্রামের আব্দুল হামিদ মোড়লের ছেলে জব্বার, সরসকাঠি গ্রামের মৃত আফসার সরদারের ছেলে সোহেল হোসেন, দোদাড়িয়া গ্রামের আকছাদ আলীর ছেলে আলী হায়দার, একই গ্রামের মৃত নূর মোহাম্মদ মোড়লের ছেলে আব্দুল আজিজ, হানুয়ার গ্রামের আবুল হোসেন ছেলে মৃত জবেদ আলী সরদার ও আলমগীর হোসেন, একই গ্রামের আবুল হোসেনের ছেলে মহিদুল ইসলাম, আব্দুল খালেকের ছেলে আ. হান্নান, আব্দুস সালামের ছেলে আশানুর রহমান, মৃত জোনাব আলীর ছেলে আব্দুর গণি ও আ. শহিদের মেয়ে মিনারা খাতুন, বাজে চালুয়াটি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুন, ত্রিপুরামপুর গ্রামের মৃত মকবুল মোড়লের ছেলে রেজাউল করিম, ঝাঁপা গ্রামের মৃত মোবারক গাজীর ছেলে আলতাফ হোসেন, একই গ্রামের মৃত আ. মজিদ ছেলে ইব্রাহিম খলিল, কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের কাওছার আলীর ছেলে রফিকুল ইসলাম।
জানা যায়, উভয় পক্ষকে সম্পপ্তি সংক্রান্তে বিজ্ঞ আদালতে সূত্রোক্ত পিটিশন মামলাটি দায়েরের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উক্ত তফশীলভূক্ত সম্পত্তি আইন-শৃংখলা রক্ষাসহ শান্তি বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন আদালত। বিধায় উভয় পক্ষকে তফশীলভূক্ত সম্পত্তিতে কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা, স্থাপনা বা আইন-শৃংখলার অবনতি হয় এরুপ কার্য হতে বিরত থাকার জন্য বিজ্ঞ আদালত নির্দেশে বিশেষভাবে অনুরোধ করেন। আদালতের রায় কার্যকর করতে মণিরামপুর থানাকে অব্যহিত করলে মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই কে দায়িত্ব প্রদান করেন এবং উভায় পক্ষকে আদালতে রায় বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।
কিন্তু বিবাদী পক্ষ আদালত ও স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উক্ত জমিতে পাকা ঘর নির্মাণ অব্যাহত রেখেছেন। যে কারনে বাদী ও বিবাদী পক্ষের মাঝে সংঘর্ষের আশংকা রয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে বাদী জাহাঙ্গীর আলম জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেকারণে আমি আদালতের দারস্থ হয়েছি এবং আদালত মামলাটি আমলে নিয়ে আমার পক্ষে রায় প্রদান করলেও বিবাদী পক্ষ ক্ষমতার অপব্যবহার করে আদালতের দেওয়া রায় অমান্য করে ঘর নির্মাণ করে চলেছে। আমি প্রশানের সুদৃষ্টি কামনা করি এবং ন্যায় বিচার প্রার্থনা করি।
এবিষয়ে দায়িত্ব প্রাপ্ত মণিরামপুর থানা এ এস আই নিকট ফোনে কথা হলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন এবং উভায়কে শান্ত রাখার জন্য কাজ করছেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here