শালিখায় অবৈধভাবে বালু উত্তোলনে শত শত একর ফসলি জমি হুমকির মুখে

0
207

স্টাফ রিপোর্টারঃ মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের নূরপুর রাস্তা সংলগ্ন পশ্চিম পাশের মাঠে ফসলি জমির মাঝ থেকে ভেকু মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে। এতে ভাঙ্গন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়ছে আশপাশের ফসলি জমিগুলো। সরকারি আইন অনুযায়ী কৃষি জমির মাটি কাটা ও বালু উত্তোলন সম্পুর্ন নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। কিন্তু এ আইনের তোয়াক্কা না করে উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের বিখ্যাত বালু খেকো তৈয়ব আলী নুরপুর গ্রামের স্বপনকে ম্যানেজ করে দীর্ঘ কয়েক বছর ধরে এ ব্যবসা করে যাচ্ছে। তার এই অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে ঐ মাঠের কয়েক শ একর ফসলি জমি চরম ঝুঁকিতে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে ধনেশ্বরগাতী গ্রামের এক কৃষক বলেন, যে আসে সেই টাকা খেয়ে চলে যায়। বিষয়টি প্রশাসন সহ সকলেই অবগত। দীর্ঘ প্রায় চার বছর ধরে এই অপকর্ম করলেও ধনেশ্বরগাতী ভুমি অফিস অজ্ঞাত কারণে নীরব। অপর কৃষক চিন্ময় বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলন নেই কোন নজরদারি সরকারি কর্মকর্তারা দেখেও না দেখার ভান করেন, তিনি আশঙ্কা প্রকাশ করেন এভাবে প্রতিনিয়ত বালু তুলে ফেললে আশপাশের ফসলি জমিগুলো হুমকির মুখে পড়বে। জানতে চাইলে নুরপুর গ্রামের স্বপন বিশ্বাস বলেন, আমি আমার নিজস্ব জমি থেকে বালু কেটে বিক্রি করছি এতে এলাকার কোন লোকের কোন অবজেকশন নেই। শালিখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার জানান, বিষয়টি আমার জানা ছিল না। জানার পর ইউনিয়ন ভুমি উপ সহকারীকে ব্যবস্থা নিতে বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here