পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নবান্ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে একশ’ দরিদ্র পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের জেল রোড বেলতলা বউ বাজারে সংস্থার কার্যালয় থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদ হাসান টুকুন। সম্মানিত অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সহ সভাপতি ও সাংবাদিক নেতা নূর ইসলাম।
নবান্ন সংস্থার নির্বাহী পরিচালক জাহিদ আহমেদ লিটনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ যশোরের সাবেক সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, যশোর জেলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার কাজী মাহবুব মুর্শিদ সাথী, মুড়লী দানবীর হাজী মুহাম্মদ মহসিন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, সংস্থার নির্বাহী কমিটির সদস্য আশরাফুল আলম সেলিম, বিশিষ্ট সমাজসেবক মশিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় দরিদ্র একশ’ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে সেমাই চিনি তুলে দেন।















