মাছ ধরা নিয়ে পঞ্চম শ্রেনির ছাত্রকে কুপিয়ে জখম থানায় মামলা

0
151

স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : সমবয়সী দুই বন্ধুকে নিয়ে গ্রামের কয়ার বিলে মাছ ধরতে গিয়েছিল পঞ্চম
শ্রেণির স্কুল ছাত্র গিফারী ইসলাম (১১)। তারা যখন মাছ ধরছিল, তখন পাশের
মনোহরপুর গ্রামের ওহিদুল ইসলাম নামের এক যুবক সেখানে এসে তাদেরকে
ধমকাতে থাকে। একপর্ষায়ে কাছে থাকা গাছী দা দিয়ে গিফারীকে কোপ দেয়।
এতে মাটিতে লুটিয়ে পড়ে গিফারী। এ দৃশ্য দেখে ভয় দৌড়ে পালায় দুই বন্ধু
বায়েজিদ ও ইয়াসিন। এরপর পালিয়ে যাওয়া শিশুদের থেকে খবর পেয়ে স্থানীয়রা
ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় গিফারীকে উদ্ধার করে। তাকে প্রথমে যশোর ও পরে
ঢাকাতে রেফাড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টার
দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর ও কুল্যাপাড়া গ্রামের মধ্যবতী
কয়ার বিলে। কুল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র পিফারী
কুল্যাপাড়া গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে
আহতের চাচা উজ্জল শেখ বাদী হয়ে অভিযুক্ত যুবকসহ অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে
কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেছেন।
ভূক্তভোগির স্বজনেরা জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে গিফারী তার দুই বন্ধুকে
নিয়ে গ্রামের কয়ার বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার সময়ে মনোহরপুর গ্রামের
রওশন আলীর ছেলে ওহিদুল ইসলাম সেখানে গিয়ে গাছি দা দিয়ে গিফারিকে
কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। ঘটনার পর তার দুই বন্ধুর মাধ্যমে খবর পেয়ে তারা
ঘটনাস্থলে এসে গিফারীকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে প্রথমে যশোর
হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকাতে
রেফার্ড করা হয়।
আহত স্কুলছাত্রের চাচা রকি হোসেন জানান, গিফারির বাবা সৌদি প্রবাসী।
ওই বিলে গ্রামের সবাই মাছ ধরে। ওইদিন আমার ভাইপো বন্ধুদের নিয়ে মাছ
ধরছিল। কিন্তু কি কারনে ভাইপোকে কুপিয়ে জখম করা হল তা বুঝে উঠতে পারছি
না। তিনি এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শহিদুল ইসলাম হাওলাদার জানান, মাছ ধরা নিয়ে
স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। এ ঘটনায় একটি
অভিযোগ পেয়েছি। পুলিশ ওই সন্ত্রাসীকে আটকে জোর চেষ্টা চালাচ্ছে বলে
জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here