বিআরটিএ‘র যশোর অফিসের কার্যক্রম সম্পর্কিত গণশুনানী অনুষ্ঠিত

0
186
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক : বিআরটিএ‘র যশোর অফিসের কার্যক্রম সম্পর্কিত
গণশুনানী মঙ্গলবার সকালে অফিসে আয়োজন করা হয়।
শুনানীতে চালক, সেবা গ্রহিতাদের কাছ থেকে সেবা
সম্পর্কে শোনা হয়।
এরপর প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন
কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা পরিচালক জিয়াউর
রহমান বলেন বিআরটিকে দালাল মুক্ত করার লক্ষে অনলাইন
কার্যক্রম চালু করা হয়েছে। চালকদের লাইসেন্সের মেয়াদ ৬
মাস থাকতেই নতুন করে আবেদন করতে হবে। তাহলে
কোন সমস্যা হবে না। প্রতি তিন মাস পর পর গণশুনানী
করা হবে। এতে করে সেবা গহিতাদের সমস্যা শুনে
সমাধান করা হবে।
বিআরটিএ‘, যশোরের সহকারী পরিচালক এসএম
ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিআই
রইচ উদ্দীন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ
হাসান টুকুন, জেলা সড়ক পরিবহন সংস্থা শ্রমিক
ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তূজা হোসেন,
যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান
বাবলু, দৈনিক স্পন্দনের ফটো এডিটর মনিরুজ্জামান
মুনির ,চালক মেহেদী হাসান, মোহাম্মদ আলী,
মিজানুর রহমান, মোঃ মাসুদ,সেবা গৃহিীতা
আশরাফুল আলম প্রমুখ।
পরিচালনা করেন বিআরটিএ যশোরের মোটরযান
পরিদর্শক তারিক হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here