ঝিনাইদহের বারবাজারে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়লো আলোচিত মাদক ব্যবসায়ী বাবু রহমান। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাবুর কাছ থেকে উদ্ধার করা হয় ১৫০ গ্রাম গাঁজা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই বাবু রহমানকে নজরদারিতে রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, সে এলাকায় মাদক বিক্রির অন্যতম কান্ডারি হিসেবে পরিচিত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বারবাজার ফাঁড়ির একটি বিশেষ দল। অভিযানের সময় বাবু পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়।
বারবাজার ফাঁড়ির ইনচার্জ জানান, “মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। বাবু রহমানের মতো কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।”
এদিকে স্থানীয়রা বাবুর গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে বলেছে, এলাকাটি আবারও স্বস্তির নিশ্বাস ফেলবে যদি এমন অভিযান অব্যাহত থাকে।















