যশোরে ডিবি পুলিশের অভিযানে ১০০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

0
137

যশোর অফিস: যশোর শহরের কারবালা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ অলিয়ার রহমান (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেলে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই বিপ্লব সরকারের সমন্বয়ে একটি টিম বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তার অলিয়ার রহমান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামের আমজাদ আলী মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে যশোর
ডিবির এসআই বিপ্লব সরকার জানিয়েছেন,গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে কারবালা রোডের মিলন ওয়েল্ডিং এর সামনে থেকে অলিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২শপিস করে ৫টি পলিথিনের ব্যাগে মোড়ানো এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এদিকে ইয়াবা উদ্ধারের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুঞ্জুরুল হক ভুঞা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here