গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পহরডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

0
136

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে নড়াইল জেলার পহরডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পহরডাঙ্গা ইউনিয়নের তৌহিদী জনতা ও খেলাফত যুব মজলিস।
শুক্তবার (১১ এপ্রিল) জুম্মার নামাজ পরে পহরডাঙ্গা ইউনিয়নের তৌহিদী জনতা ও খেলাফত যুব মজলিসের ব্যানারে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পহরডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মইন,মাওলানা শরিফুল ইসলাম,শিক্ষার্থী রাকিবুল সিকদার,খেলাফত মজলিস নেতা মাওলানা মুজাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, নারী -শিশুসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। বক্তারা আরো বলেন, গণহত্যার জন্য ইসরাইল ও নেতানিয়াহু সরকারের বিচার করতে হবে। একই সাথে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। সৌদি আরবসহ বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে এক হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পুনঃগঠনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরাইলকে তার উপযুক্ত জবাব দিতে হবে। বিক্ষোভ সমাবেশ থেকে জাতিসংঘসহ সকল রাষ্ট্রকে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here