সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় বসত ঘরে আগুন লেগে সুমন কর্মকার (৪২) নামের পক্ষাঘাত ব্যাধিতে আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার আড়পাড়া বাজারের কালীগঞ্জ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুমন কর্মকার আড়পাড়া কালীগঞ্জ রোড খালপাড় এলাকার মৃত দিলীপ কর্মকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন কর্মকার পক্ষাঘাত ব্যাধিতে আক্রান্তের কারণে তার দুই পাও অকেজো। সে সারাক্ষণ ঘরের ভেতরে থাকেন। অগ্নিকাণ্ডে ঘরের ভিতরে আগুন ছড়িয়ে পড়লে ঘরের অন্যান্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও সুমন আগুনে পুড়ে মারা যায়।
শালিখা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ৯.৩০ টায় তারা আগুন নেভাতে যান। ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যদের আগুন নেভাতে প্রায় ১ঘণ্টা সময় লাগে। এ সময় আগুন লাগা ঘরের সুমনের কক্ষটি সম্পূর্ণ পুড়ে যায় এ সময় সুমন ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ‘ ডেড বডি ব্যাগে, করে সকালে শালিখা থানা পুলিশে হস্তান্তর করে। শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়াধীন। ঘটনার পরপরই নিহতের পরিবারের পাশে শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন ও মাগুরা আর্মি ক্যাম্পের মেজর সাফিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা, কম্বল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ পূর্বক সহযোগিতা প্রদান করেন।















