কাগজ সংবাদ : যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩
দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার
উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে
রেলরোড কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলার
উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক হাসান
ওয়ারিসুল কবীর।বিশেষ অতিথি ছিলেন
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান
টুকুন,জেলা প্রাণিসম্পদ অফিসার রাশেদুল
হক,জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল
আলম,বিএডিসির যুগ্ম পরিচালক
রোকনুজ্জামান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
উপপরিচালক ডক্টর মোশাররফ হোসেনের
সভাপতিত্বে বক্তৃতা করেন দীপংকর দাশ,মিজানুর
রহমান,শামীম শেখ।অনুষ্ঠান পরিচালনা করেন
কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির।পরে
কৃষকদের মধ্যে গাছ বিতরণ করা হয়।















