যশোর ডিবি পুলিশের সফল অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

0
326

শহিদ জয়, যশোর : যশোরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তলসহ রাব্বিল হোসেন মানিক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঞার নেতৃত্বে মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এসআই বিপ্লব কুমার সরকার এবং তাদের সংগীয় একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বিল হোসেন মানিককে অস্ত্রসহ আটক করেন।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মানিক নিজস্ব বাহিনী তৈরি করে এলাকায় ভয়-ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। তিনি উক্ত এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আটক রাব্বিল হোসেন মানিক যশোর শহরের শংকরপুর এলাকার ইসহাক সড়কের হিরুজুল হকের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here