যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি বিপ্লব গ্রেফতার

0
156

শহিদ জয়, যশোর : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬, যশোরের একটি সফল অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি মো. বিপ্লব হোসেন ওরফে বাবু (৪৩) গ্রেফতার হয়েছেন।
র‌্যাব এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল রাত সোয়া নয়টার দিকে যশোর শহরের কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপ্লব হোসেনের বাড়ি যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকায়। তার পিতার নাম ফারুক হোসেন ওরফে শিরু।
র‌্যাব জানায়, বিপ্লব হোসেন দীর্ঘদিন ধরে যশোরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ২০১৭ সালে ১২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন তিনি। ওই মামলায় ১১ মাস জেল খাটার পর জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত তাকে ঘটনার প্রমাণসাপেক্ষে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
পলাতক থাকাকালে বিপ্লব দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানায় র‌্যাব। অবশেষে র‌্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত বিপ্লব হোসেনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা এবং একটি মারামারির মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here