জামায়াতকে হেয় প্রতিপন্ন করতে যশোরে ১৪টি ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ

0
119

যশোর অফিস : যশোরের রূপদিয়ায় অন্যের জমিতে গড়ে তোলা ১৪টি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, ঘটনাটি জামায়াতকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপপ্রচারের অংশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, গত ১৩ এপ্রিল রূপদিয়া মধ্যপাড়ায় ১৪টি ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক গণমাধ্যম জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে। অথচ মূল অভিযুক্ত খবির খান জামায়াতের কোনো দায়িত্বশীল ব্যক্তি নন।
তিনি দাবি করেন, ঘটনাটি একটি পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সংঘটিত হয়েছে এবং এতে জামায়াতের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। একটি মহল পরিকল্পিতভাবে জামায়াতকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর ১৫ এপ্রিল জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেন। তারা প্রশাসন ও গণমাধ্যমের কাছে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূরী আলী মামুন, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম ও আলমগীর হোসেনসহ স্থানীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here