এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে প্রতিক্ষিত পৌর সুপার মার্কেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা
হয়েছে। শুক্রবার সকালে শহরের বৈকালিক কাঁচা বাজার হাটায় ওই বহুতল বিশিষ্ট মার্কেট
নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কেশবপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা
নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
আই.ইউ.জি.আই.পি প্রকল্পের আওতায় মার্কেট নির্মাণ কাজ করা হচ্ছে। এলাকাবাসী
জানায়, ওই জায়গাটিতে কেশবপুর পৌরসভার পক্ষ থেকে বিগত কয়েক বছর ধরে পৌর
সুপার মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। কিন্তু কাজটি বিলম্বে শুরু হলেও শহর
বাসী একটি বহুতল ভবন বিশিষ্ট মার্কেট পেতে যাচ্ছে। এটিই হবে পৌর শহরের প্রথম
বহুতল বিশিষ্ট মার্কেট। প্রকল্প সূত্রে জানা গেছে, ৬ তলা বিশিষ্ট ফাউন্ডেশনে এখন ৩ তলা
বিশিষ্ট মার্কেট নির্মাণ হবে। মার্কেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের সময়
সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন। এ ব্যাপারে আই.ইউ.জি.আই.পি প্রকল্পের সহকারী প্রকৌশলী গোলাম মোরশেদ বলেন, ৮
কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কেশবপুর পৌর সুপার মার্কেট নির্মাণ কাজ শুরু
হলো। আগামী ২০২৬ সালের শেষের দিকে মার্কেট নির্মাণের কাজ সমাপ্ত হবে। ভিত্তি
প্রস্তর উদ্বোধনের সময় মার্কেট নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিও
উপস্থিত ছিলেন।















