রাসূল (সা.)–কে নিয়ে কটূক্তিতে ইবি কর্মকর্তার বহিষ্কারে দাবিতে সমাবেশ

0
340

ইবি প্রতিনিধি : রাসূল (সা.)–কে নিয়ে কটূক্তিকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিস্কারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আল–হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক। তার এই কটূক্তিকর মন্তব্যে বিভাগের শিক্ষার্থীরা বহিষ্কারের দাবি জানিয়েছে। পরে ঘটনার সুষ্ঠু তদন্তে বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এসময় সমাবেশে বক্তারা বলেন, ‘ইবি প্রশাসন যেন অনতিবিলম্বে এই মোজাম্মেল হক নামক কটূক্তিকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্ৰহণ করে। ন‌ইলে আমরা তাকে এই ইবির মাটিতে সহ্য করব না। বিশ্ববিদ্যালয় এই ১৭৫ একরের মধ্যে কেউ যদি রাসূল (সা.) এর বিরোধিতা করে, আমরা তাকে কোনো ছাড় দেব না। আমাদের দুঃখ লাগে যে, ইবি প্রশাসন ও আল–হাদিস বিভাগ এখনও কোনো বার্তা স্পষ্ট দেয়নি।’
বক্তারা আরো বলেন, ‘বিভিন্ন জেলায় ও উপজেলায় যেখানেই রাসূল (সা.)–কে নিয়ে যেখানেই অবমাননা হবে, সেখানে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং কার্যকারী করে। আর রাসূল (সা.)– এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যদি সে ত‌ওবা করে, তাহল তার অনুশোচনা মূলক শাস্তি দিতে হবে।’
এছাড়াও তাঁরা বলেন, ইবি প্রশাসনের কাছে আমাদের দাবি তাকে দ্রুত সময়ে স্থায়ী বহিষ্কার করা। আর রাষ্ট্রিয় প্রশাসনে যারা আছেন, আল্লাহ তায়ালা রাসূল (সা.)–কে নিয়ে কটূক্তির ব্যাপারে যে ৪টি শাস্তির বিধান দিয়েছেন, তারমধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের শাস্তি তা প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যদি প্রশাসনের সিদ্ধান্ত বিলম্ব হয়, তাহলে আমাদের এই কর্মসূচি জাতীয় পর্যায়ে বড় করার সিদ্ধান্ত আছে।’
উল্লেখ্য, মোজাম্মেল হকের ব্যাপারে গ্ৰামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তিনি রাসূল (সা.) কে নিয়ে কটূক্তি করে আসছিল। সোমবার (২১ এপ্রিল) তার এই মন্তব্যে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে মৌখিক মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here