মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
198
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক : মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি
দিবসে উদযাপন উপলক্ষে যশোর জেলা প্রশাসন ও
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে
বুধবার সকালে কালেক্টরেট সভা কক্ষ সনেটে অনুষ্ঠিত
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় সকাল সাড়ে ৮টায়
কালেক্টরেট চত্বর থেকে শহরে র‌্যালি বের করা হবে। র‌্যালিটি
দড়াটানা, মুজিব সড়ক হয়ে জজকোট মোড়ে গিয়ে
শেষ হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম
বলেন, এদিন র‌্যালি শেষে বিভিন্ন শ্রমিক সংগঠনের
নেতৃবৃন্দ নিজের মতো করে অনুষ্ঠান করবে। এ দিবস
উদযাপনকে কেন্দ্র করে কোন সাংঘষিকতা না ঘটে সে
দিকে সে দিকে খেয়াল রাখতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, এ দিবসটি
উদযাপনের লক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হবে।
আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা
এসএম শাহীন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের
সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাবের সভাপতি
জাহিদ হাসান টুকুন, জেলা ট্রেড ইউনিয়নের
সাধারণ সম্পাদক মাহাবুুবুর রহমান মজনু, জেলা
পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর
রশীদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্তূজা হোসেন,
নাসিবের সভাপতি সাকির আলী, কলকারখানা ও
প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহা পরিদর্শক
আরিফুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here