কোটচাঁদপুরে জামায়াতের গণ সংযোগ পক্ষ ও সাধারণ সভা অনুষ্ঠিত

0
170

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর প্রতিনিধিঃ তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। পবিত্র কুরআনের এ বাণীকে লক্ষ্য করে
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ পক্ষ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫ এপ্রিল )পৌর শাখার ১ নং ওয়ার্ড আমীর মাওলানা শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌর শাখার সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম। তিনি বলেন দুর্ণীতি মুক্ত সমাজ গঠন করার জন্য সৎ যোগ্য মানুষ দরকার। সে লক্ষ্যই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তাই সকলকে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করার আহবান জানান তিনি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব, মিডিয়া ও সংস্কৃতি বিভাগের সম্পাদক ও পৌর গণমানুষের নেতা অধ্যাপক শরিফুল ইসলাম, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, সাবেক পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, বাবুল আক্তার, সোহেল রানা, মাহাদী হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here