চৌগাছা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ডিবির হাতে গ্রেফতার

0
173

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মেহেদী মাসুদ চৌধুরী ফুলসারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের মহড়ায় তিনি উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের সর্বাত্মাক চেষ্টা করেন। মাসুদ চৌধুরীর নির্দেশেই ছাত্রলীগের গুন্ডারা উপজেলা ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেন।
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মঞ্জুরুল হক ভূইঁঞা জানান, মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ ঘটনার আসামী। অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে মাসুদ চৌধুরীকে গ্রেফতার করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৪ আগষ্ট যশোর জেলা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতয়ালী থানায় মামলা করেন। এই মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনের কথা বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here