কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
149

স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, মাটি খেকো ও মাদক কারবারি সহ অবৈধ ব্যবসার সাথে উপজেলা প্রশাসনের কোন আপোষ নেই। এছাড়াও আমরা মাদক নির্মূল করতে প্রতিদিন অভিযান চালাচ্ছি। তিনি আরও বলেন, চিত্রা নদী দখলমুক্ত অভিযানে শিঘ্রই নামবো।
উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা পাট কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ।
এছাড়াও সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, খোলা ট্রাকে বালু পরিবহন বন্ধে মোবাইল কোর্ট, উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ওপর নিয়মিত অভিযান চালিয়ে মাদককারবারী ও সেবীদের গ্রেফতার, চুরি, মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা করা সহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here