যশোরে নেশার টাকা জোগাতে চুরি করতে গিয়ে আটক যুবক

0
180

যশোর অফিস : নেশার টানে বাগেরহাট থেকে যশোরে এসে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক হয়েছে ওমর আলী (২২) নামে এক যুবক।
ঘটনাটি ঘটে ২৭ এপ্রিল গভীর রাতে, যশোরের পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চুরি করতে গিয়ে ধরা পড়ে যুবকটি।
হাসপাতালের ম্যানেজার শারমিন আক্তার সুমী জানান, চোরটি প্রথমে রোগীর স্বজন সেজে নার্সের ব্যাগ থেকে এবং পরে হাসপাতালে রক্ষিত মসজিদের দানবাক্স ভেঙে প্রায় আড়াই হাজার টাকা চুরি করে। সন্দেহ হলে নিরাপত্তা কর্মীরা তাকে তল্লাশি করেন এবং প্যান্টের পকেট থেকে চুরির টাকাগুলো উদ্ধার করা হয়।
২৮ এপ্রিল সকালে তাকে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক ওমর আলী নিজেকে বাগেরহাট জেলার রামপাল এলাকার সন্যাসী বাজার গ্রামের বাসিন্দা বলে জানায়। তার পিতার নাম জাহাঙ্গীর হোসেন।
এছাড়া, যুবকটি জানিয়েছে যে, সে যশোর রেলস্টেশন এলাকা থেকে এম মহিলা ও কিশোরদের কাছ থেকে ইয়াবা কিনে সেবন করে থাকে। এই ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানায় সে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here