যশোরে পদত্যাগ করলেন মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াদ

0
127

যশোর অফিস : ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে যশোর মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগ করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা আহ্বায়ক রাশেদ খানের নির্দেশে সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, বি এম আকাশ, মো.মেহেদী হাসানসহ নেতাকর্মীরা যশোর মিনি বাস মালিক সমিতির কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।
অবস্থান চলাকালে অফিসের অভ্যন্তরে ৮/১০ জন অপরিচিত যুবক দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানকারীদের ওপর হামলার চেষ্টা করে। তবে নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং একজন যুবককে চাকুসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।আটককৃত ব্যক্তি সমিতির যাত্রীবাহী বাসের হেলপার। হামলায় জড়িত এ সময় হামলা করতে আসা আরো ৫/৭ জন সন্ত্রাসী প্রকৃতির যুবকেরা পালিয়ে যায়।
ঘটনার পর উত্তেজনাপূর্ণ আলোচনার একপর্যায়ে আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগপত্রে স্বাক্ষর করে তা সভাপতির কাছে জমা দেন। পরে আন্দোলনকারী ও অবস্থানকারীরা কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে মনিহার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, বি এম আকাশ, সদস্য মো. মেহেদী হাসান, জি.এম. মুন্না, রিয়াদ, ইমন বিশ্বাস, হাবিবুর, ইমন রিদয়সহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here