যশোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক মাদক ও অস্ত্র উদ্ধার

0
223

যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামে সেনাবাহিনী ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে চার মাদক ব্যবসায়ীকে আটক ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হচ্ছে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মো. হাসানুর রহমান (রিংকু), চুড়ামনকাঠি গ্রামের আজিজুর রহমানের ছেলে আবুল হাসান,কচুয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আমিনুর রহমান ও বিজয় নগর গ্রামের আন্তার আলীর ছেলে মো. মাসুদ রানা।
অভিযানে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ৯টি দেশীয় অস্ত্র ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here