শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩

0
133

শহিদুল ইসলাম : যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে শিমুল হোসেন(৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামী ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুল্লাহ(২১) এবং ইবাদুল ইসলাম(৪৩) নামে দুই মাদক ব্যবসায়ী সহ মোট তিন জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(৯ মে) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার(৮ মে) রাতে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক শিমুল হোসেন শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মোবারক হোসেনের ছেলে,হাবিবুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে ও ইবাদুল ইসলাম টেংরা গ্রামের আতাল হকের ছেলে।
পুলিশ জানায়,পলাতক আসামী এলাকায় এসে ঘোরাঘুরি করছে এমন খবরে বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী শিমুলকে আটক করা হয়।
এদিকে,মাদক পাচারের গোপন খবরে,থানার এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার লক্ষনপুর স্কুল এন্ড কলেজ এর সামনে অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে ১০ পিস ইয়ারা ট্যাবলেট সহ আটক করেন।
অপারদিকে,থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই ফারুক হোসেন ফোর্সসহ জামতলা টু বালুন্ডা রোডে টেংরা মাদ্রাসা মোড় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবাদুলকে আটক করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান,আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here