নিজস্ব প্রতিবেদক : যশোরে জুলাইয়ের গণ-অভ্যূত্থানে আহত সি-
ক্যাটাগরিতে জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের
চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার
দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেক বিতরণ
শুরু হলে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আহতের
তালিকা ভুয়া বলে শ্লোগান দিয়ে অনুষ্ঠান বয়কট
ঘোষনা করে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম
বলেন লক্ষ লক্ষ ছাত্র-জনতার আন্দোলনের কারনে ফ্যাসিস্টরা
এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ আন্দোলন
করতে গিয়ে যারা নিহত ও আহত হয়েছ সবাই যোদ্ধা।
আন্দোলনে আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছে।
যাদের লাশ হাসপাতালে আনা হয়েছে। সেই তালিকতা
থেকে যোদ্ধাদের তালিকা করা হয়েছে। যাচাইবাছাই
কমিটির তালিকা করে সরকারের কাছে দিয়েছে।
এসময় বক্তব্য রাখেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের
তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়েত, ভারপ্রাপ্ত
সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক, প্রেসক্লাব
যশোরের সবাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদিক
ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আল মামুন লিখন,
আহতদের তালিকা যাচাইবাছাই কমিটির সদস্য
বেজবাউর রহমান, আহত যোদ্ধা মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে ৬০ জন আহত যোদ্ধার মাঝে ৬০ লাখ টাকার
চেক বিতরণ করা হয়।
Home
যশোর স্পেশাল যশোরে জুলাইয়ের গণ-অভ্যূত্থানে আহত সি- ক্যাটাগরিতে জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ















