কেশবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

0
121

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী
কর্মকর্তার সভাকক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির
বক্তব্য দেন, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুর পরিচালনায় অন্যান্যের
মধ্যে বক্তব্য দেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর
অধ্যাপক মোক্তার আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সদর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস,
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা
আব্দুল আজিজ খান, ক্রীড়া সংস্থার সদস্য জাহিদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রতিনিধি সম্রাট হোসেন, মাশফী চৌধুরী অরিন প্রমুখ।
সভায় বক্তারা কেশবপুরে মাদক নিয়ন্ত্রণে অভিযান, বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা, জলাবদ্ধ সমস্যা সমাধানে ব্যবস্থা, শহরের ত্রিমোহিনী মোড়ে যানজট
নিরসনে ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের জন্য ড্রাইভার নিয়োগ,
কেশবপুর-পাঁজিয়া সড়ক দ্রুত সংস্কার, খেলাধুলাসহ এ উপজেলার সার্বিক বিষয় তুলে
ধরে বক্তব্য দেন। যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ সমস্ত বিষয় শুনে প্রয়োজনীয়
পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here