যশোরের বাঘারপাড়ায় এক মাদ্রাসা শিক্ষককে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ

0
114

যশোর অফিস : যশোরের বাঘারপাড়ার দয়রামপুর সিদ্দিকিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ইয়াহিয়া আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ও এক সহকারী মৌলভীর বিরুদ্ধে। বুধবার সকালে মাদরাসার অফিস কক্ষে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনি শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
অধ্যক্ষের অভিযোগ, শিক্ষক রুমে ডেকে নিয়ে পরিচ্ছন্নতাকর্মী ইমান আলীর মাধ্যমে তাঁকে আটকিয়ে মারধর করা হয়। মৌলভী আব্দুর রাজ্জাক মামলা করলে ভয়ভীতির হুমকিও দেন বলে জানান তিনি।
তবে অভিযুক্ত ইমান ও রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, অধ্যক্ষ নিজের অপকর্ম ঢাকতে মিথ্যা নাটক সাজিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদরাসার সভাপতি সুজন সরকার জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here