অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিললো নানা অনিয়মের প্রমাণ

0
193

অভয়নগর (যশোর) প্রতিনিধি : নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমশিন (দুদক)। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বিভিন্ন বিভাগে যশোর জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। তারা হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি, স্বাস্থ্য সেবার মান, খাবার পরিবেশন ও এ্যম্বুলেন্স সেবার বিষয়ে নানা অনিয়মের সত্যতা পান। অভিযানের নেতৃত্ব দেন জেলা দুর্নীতি দমন কমশিনের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন। তিনি সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন কমশিনের প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় রোগীদের সাথে কথা বলে ঠিকমত খাবার না পাওয়া, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডাক্তারের অনুপস্থিতি, তালিকা অনুযায়ী খাবার সরবরাহ না করা, নার্স কর্তৃক রোগীদের সাথে অসাদাচারণ ও সরকারী অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া আদায়ের সু নির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যেখানে শিডিউল অনুযায়ী খাবারের তালিকায় একজন রোগীর জন্য ১২৯ গ্রাম মাছ বরাদ্দ থাকার কথা সেখানে মাত্র ৩৮ গ্রাম মাছ পাওয়া গেছে, তাছাড়া সকালের নাস্তায় কলা রুটি ও ডিমের সাথে চিনি থাকার কথা থাকলেও তা সরবরাহ করা হয়না। এমনকি সরকারী অ্যাম্বুলেন্সের ভাড়া অভয়নগর থেকে যশোর পর্যন্ত সর্বচ্চ সাত শত টাকা হওয়ার কথা থাকলেও রোগীদের কাছ থেকে ১২’শ টাকা থেকে ১৪’শ টাকা পর্যন্ত আদায় করা হয়। শিডিউল অনুযায়ী প্রতি কেজি মাংসের জন্য ৩১০ টাকা বরাদ্দ থাকলেও ১৮০ টাকার ব্রয়লার মুরগির মাংস পরিবেশন করা হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী প্রৌকশলী তাওহীদুল ইসলাম, জালাল উদ্দিন, চিরঞ্জীব নিয়োগী, অভয়নগর থানার এসআই মিহির মন্ডলসহ পুলিশের একটি টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here