দর্শনায় ৬ কেজি ১শ২০ গ্রাম গাঁজা, ইজিবাইকসহ২ জন গ্রেফতার

0
128

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে ৬ কেজি ১শ২০ গ্রাম গাঁজা,একটি ইজিবাইকসহ২ জনকে গ্রেফতার করেছে।
শনিবার বেলা সাড়ে ১২ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় পৌর এলাকার রামনগর – পরানপুর সড়কের মোড়ে একটি চলন্ত ইজিবাইককে দাড়াতে বলে।পরে ইজিবাইকের মধ্যে হতে ১লাখ৮৪ হাজার টাকা মূল্যের ৬ কেজি১শ২০ গ্রাম গাঁজাসহ একই থানাধীন হরিচচন্দপুর গ্রামের মওলা বক্সের ছেলে মোঃ টুটুল মিয়া (২৩)ও ফুলবাড়ি গ্রামের নুহু নবির ছেলে মোঃ সাইদুর রহমান (৩৮)কে ইজিবাইকসহ গ্রেফতার করে। পরে
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here