কেশবপুর (পৌর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে স্ত্রীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে জমি ক্রয়ের ৫৩ লাখ টাকা টিনের বাক্স
থেকে নিয়ে যাওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভাংড়ি ব্যবসায়ী।
শনিবার বিকেলে উপজেলার আলতাপোল এলাকার ভাংড়ি ব্যবসায়ী মোমরেজ শেখ কেশবপুর
প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভাংড়ি ব্যবসায়ী মোমরেজ শেখ বলেন, কায়পুত্র
সম্প্রদায়ের বাড়ি সংলগ্ন আমার ভাংড়ি ব্যবসার গোডাউন ঘর, সেখানে আমি পরিবার
পরিজন নিয়ে বসবাস করি। সে সুবাদে কায়পুত্র সম্প্রদায়ের সুমন দুই শতক জমি
বিক্রি করার ঘোষণা দিলে আমি ক্রয় করতে চাই। এরপর থেকে সুমন ও তার স্ত্রী ভক্তি রানি মন্ডল
প্রায়ই আমার স্ত্রীকে ওই জমি নেওয়ার জন্য আমার বাড়িতে আসতো। ওই সময় নির্মল
মন্ডলের ছেলে নিখিল মন্ডল ওই জমি আমাদের ক্রয় করতে নিষেধ করে। পরবর্তীতে নিখিল মন্ডল
আমার অনুপস্থিতে আমার বাড়িতে যাতায়াত করতে থাকে এবং আমার জমি ক্রয়ের টাকা
চুরি করার পরিকল্পনা করে। একপর্যায়ে আমার স্ত্রীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে জমি ক্রয়ের
৫৩ লাখ টাকা খাটের নিচের টিনের বাক্স থেকে বের করে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার নামে গত ৮ মে কেশবপুর প্রেসক্লাবে
কায়পুত্র সম্প্রদায়ের নির্মল মন্ডলের স্ত্রী নিসফলা রানী মন্ডল সংবাদ সম্মেলন করে কেশবপুরে
কায়পুত্র সম্প্রদায়ের পুরুষেরা মিথ্যা অভিযোগের মামলায় ঘরছাড়া হয়ে মানবেতর
জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন। তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার ৫৩ লাখ
টাকা হজমের জন্য তারা ওই প্রকাশিত সংবাদের কাটিং দিয়ে আমার ও আমার ছেলে
টুটুলের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। কায়পুত্র সম্প্রদায়ের লোকদের ষড়যন্ত্রে
আমি নিঃস্ব হয়ে গেছি। ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ
সম্মেলনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।















