ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

0
169

কাগজ সংবাদ : আসন্ন ঈদুল আযহায় উপলক্ষ্যে যশোর জেলায়
স্বাস্থ্যবিধি মেনে পশুহাট ব্যবস্থাপনা , নিদিষ্ট স্থানে পশু
কোরবানী , চামড়া সংরক্ষণ ও বর্জ্য অপসারণ বিষয়ক
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের
উদ্যোগে সোমবার সকালে কালেক্টরেট সভা কক্ষে
অনুষ্ঠিত এ সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, এবারের ঈদে
বাইরের থেকে গরু ছাগল আনার প্রয়োজন হবে না।
জেলার খামারীদের গরু,ছাগল দিয়ে কোরবানীর চাহিনা
পুরণ হবে। চামড়া সংরক্ষণের জন্য লবন পর্যাপ্ত আছে।
হাটে খাজনা আদায়ের বিষয়ে সতর্ক থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা কর্তৃপক্ষ
বর্জ্য পরিষ্কারের বিষয়ে ব্যবস্থা নেবে।অতিরিক্ত পুলিশ
সুপার নুর ঈ আলম সিদ্দিকী বলেন ঈদে যারা বাইরের
থেকে আসবে। তারা যেন বাসস্ট্যান্ড থেকে বাড়ি পর্যন্ত
নিরাপদে পৌঁছাতে পারে, এজন্য পর্যাপ্ত নিরাপত্তা
ব্যবস্থা করা হবে। পরিবহনে যাতে বেশি ভাড়া আদায় না
করে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। হাট কেন্দ্রিক
পুলিশের ব্যবস্থা করা হবে।জেলা প্রানী সম্পদ কর্মকর্তা
ডাক্তার রাশেদুল হক বলেন, ঈদুল আযহায় বর্জ্য-
ব্যবস্থাপনার বিষয়ে প্রত্যেক উপজেলায় মাইকিং করানো
হয়।বিসিকের উপমহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন বলেন
এবার ঈদুল আযহায় ৩১ হাজার ৫শ চামড়া হবে। চামড়া
সংরক্ষণের জন্য ৪০৯ মেট্রিকটন লবন মজুদ আছে। লবনের
সংকট দেখা দেয়ার কারন নেই। বিজিবির সহকারী
পরিচালক মাসুদ রানা বলেন, বর্ডার এলাকায় বিজিবি
কঠোর ভাবে দায়িত্ব পালন করছে। কোন ভাবে চামড়া
পাচার হবে না। এসময় জেলা বিএনপির সাধারণ
সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামাতের
আমীর অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুন সহ বিভিন্ন
কর্মকর্তা বক্তব্য রাখেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here