মাগুরায় কৃষক-চায়ের দোকানদারের বাড়ি ভয়াবহ অগ্নিদগ্ধে পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ ৬ লাখ টাকা

0
155

মাগুরা প্রতিনিধি: গত রবিবার ২৭ এপ্রিল ২০২৫ তারিখে রাত ২ টার সময় মাগুরা জেলার সদর
উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ড নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের মোঃ ওহেদ সর্দ্দার এর
বাড়িতে ভয়াবহ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। ভুক্তভোগী মৃত মোঃ মান্নাফ সর্দ্দারের পুত্র। বাড়ির
সাথেই চায়ের দোকানদারির পাশাপাশি শুধুমাত্র কৃষি কাজ করেই পুত্র-কন্যার ও পরিবারের সকল
সদস্যের জীবিকা নির্বাহ করে থাকেন। তার তিলে তিলে গড়ার স্বপ্নের ঘরটি হঠাৎ একটি
মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আসবাবপত্রের পাশাপাশি মোবাইল ফোন, স্বর্ণালংকার,
ফ্রিজ, কাপড় চোপড়, কাঁথা, বালিশ সহ ঘরের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধুমাত্র
আল্লাহু লেখা কাগজটুকু পুড়ে নাই। তার স্বপ্ন ছিল কৃষি কাজ করেই একদিন পুত্র-কন্যাকে
মানুষের মতো মানুষ করবে এবং এই ঘরকে আরো প্রসার করবেন কিন্তু সেই স্বপ্ন তার নিমিষেই
শেষ হয়ে গিয়েছে। নিতান্তই ভদ্র এবং সহজ সরল প্রকৃতির মানুষ জানিয়েছেন এলাকাবাসী এবং
এলাকাবাসীর লোকজনের দাবি যাতে করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও
ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাহায্য প্রার্থনা করেছেন, যাতে করে একটু হলেও তিনি ঘরে মাথা
দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। কিছুটা হলেও সাহায্যের প্রার্থনা করেন গ্রামবাসী, ভুক্তভোগীর
পরিবার ও স্বজনরা।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির বিবরণী এফ ফরম সূত্রে জানা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সম্পত্তি
হলো- ফ্রিজ, টেলিভিশন, তিনটা খাট, বাক্স, আলমারি, শোকেস, চেয়ার-টেবিল, ঘরের টিন, নগদ
টাকা, স্বর্ণালংকার, কাপড়, নিত্য খাদ্য দ্রব্য সহ ইত্যাদি এবং ক্ষতির পরিমাণ আনুমানিক ৬
লাখ টাকা। ক্ষতিগ্রস্থ ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি মাত্র ৪ শতক জমি।
মাগুরা পৌরসভা লাইসেন্স পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম ও মাগুরা ফায়ার সার্ভিস সিভিল
ডিফেন্স স্টেশন রুহুল আমিনের স্বাক্ষরিত দেওয়া উক্ত তারিখে সংঘটিত আগুনে উল্লেখিত
ব্যক্তির সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। বিষয়টি ফায়ার সার্ভিস স্টেশন মাগুরা
ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর কাজে সহযোগিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here