প্রেসক্লাব যশোরের সদস্য ও সত্যপাঠের নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন আলমের আকস্মিক মৃত্যু

0
341

যশোর অফিস : যশোর,২১ মে প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন আলম (আলম ভাই) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে যশোরের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শাহাবুদ্দিন আলম পেশাগত জীবনে সততা, দক্ষতা ও দায়বদ্ধতার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতায় সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁর অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।
তাঁর মৃত্যুতে প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, “আলম ভাই ছিলেন আমাদের সহকর্মীদের মধ্যে একজন অভিভাবকসুলভ ব্যক্তি। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
এদিকে সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন আলমের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন
সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ সাংবাদিক শাহাবুদ্দি আলমের এই আকষ্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরো সব প্রকাশ করেছেন দৈনিক সত্যপাঠ পত্রিকার উপদেষ্টা ইকবাল কবির জাহিদ,প্রকাশক মাছুমা আক্তার ও সম্পাদক আমিরুল আলম খান।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here