১৭ বছর পর গ্রেফতার প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি নজরুল হক ববি

0
173

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি নজরুল হক ববি (পিতা: ইমদাদুল হক) অবশেষে গ্রেফতার হয়েছেন। খুলনার বড় মির্জাপুর এলাকার ১৪, ইউসুফ রোডের এই বাসিন্দাকে সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল খানজাহান আলী থানা এলাকা থেকে আটক করে।
২০০৭ সালে একজন ব্যবসায়ী ‘কামাল অপটিক্স’-এর মালিক কামালের দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর: ৭২৯/২০০৭) নজরুল হক ববির বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় তার ছোট ভাই এহসানুল হক বাপ্পিকেও সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত নজরুল হক ববিকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক ছিলেন।
পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে নজরুল হক ববি প্রতারণার ফাঁদ পেতেছিলেন। যশোরের কামাল অপটিক্স-এর মালিক কামালের স্ত্রী শাহজাদী হক মিনু তার বোন হওয়ায় তিনি নিজেকে ব্যবসার সঙ্গে যুক্ত একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা কার্যক্রম চালাতেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর অভিযান চালিয়ে নজরুল হক ববিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here