চির বিদায় নিলেন সাংবাদিক শাহাবুদ্দিন আলম

0
110

স্টাফ রিপোর্টার : সহকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ আলম। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা নামাজের পর তাকে কারবালায় দাফন করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শেষ শ্রদ্ধা জানাতে সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ আলমের মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় সংগঠন প্রেসক্লাব যশোর চত্বরে। সেখানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানায় প্রেসক্লাব যশোর। এরপর সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের নেতৃত্বে যশোর সংবাদপত্র পরিষদ, সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন যশোর, সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের নেতৃত্বে যশোর সাংবাদিক ইউনিয়ন, সভাপতি শেখ দীনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের নেতৃত্বে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, সাধারণ সম্পাদক এমআর খান মিলনের নেতৃত্বে যশোর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ আলমের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়া, স্থানীয় পত্রিকাগুলোর পক্ষ থেকেও মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ আলমের মরদেহ নিয়ে যাওয়া হয় তার শেষ কর্মস্থল দৈনিক সত্যপাঠ কার্যালয়ের সামনে। সেখানে পত্রিকাটির পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানান উপদেষ্ঠা ইকবাল কবির জাহিদ, যশোর বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ, নাজিম উদ্দিন ও তসলিম আহমেদের নেতৃত্বে বিপ্লবী কমিউনিস্ট লীগ, বিপ্লবী ছাত্রমৈত্রী, রবিউল আলম ও অ্যাডভোকেট আবুল কায়েসের নেতৃত্বে জাদস, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও মামুনুর রশিদের নেতৃত্বে মৈত্রী ভলান্টিয়ার্স, বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আফজাল হোসেন দোদুল। জোহরের নামাজের পর আব্দুস সামাদ মেমোরিয়াল অ্যাকাডেমির মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জাসদ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বিএনপির যশোর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান জাগপার কেন্দ্রীয় নেতা নিজামউদ্দিন অমিত। জানাজা শেষে যশোর কারবালায় দাফন করা হয়েছে সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ আলমকে। প্রসঙ্গত, সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ আলম বুধবার (২১ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে মুত্যুবরণ করেন। তিনি দৈনিক সত্যপাঠের নির্বাহী সম্পাদক, প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। সদা হাস্যোজ্জ্বল এই মানুুষটি ছিলেন সকলের প্রিয় মুখ। তার মৃত্যুতে সাংবাদিক ও পরিচিত মহলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজায়ও দেখা যায় সর্বস্তরের মানুষের উপস্থিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here