ফকিরহাটের পিলজংগ সাধের বটতলা কালী মন্দিরের বাৎসরিক পূজা শনিবার

0
214

ফকিরহাট প্রতিনিধি : বাগেহাটের ফকিরহাটের পিলজংগ ঐতিহ্যবাহী সাধুর সাধের বটতলা শ্রীশ্রী শ্মশান কালী
মন্দিরের উদ্যোগে তিনদিন ব্যাপী ৪২৫তম বাৎসরিক শ্রীশ্রী শ্মশান কালীমাতার পূজা শনিবার ৯ই
জ্যৈষ্ঠ ১৪৩২বাংলা (২৪ মে ২০২৫ইং) থেকে শুরু হতে যাচ্ছে। উক্ত বাৎসরিক পূজা উপলক্ষে সাধুর
সাধের বটতলা শক্তিপীঠে তিনদিন ব্যাপী মেলা ও কবিগান সহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন
করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় দু’দলের আর্কষনীয় ফুটবল টুর্ণামেন্ট খেলা, রাত ১২টা
১মিনিটে বাৎসরিক কালিপুজা এবং রবিবার ধর্মিয় মেলা ও সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
প্রীতিশ সরকার-শ্যামল সরকারের মধ্যে কবিগানের আয়োজন করা হয়েছে। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে
দেশ-বিদেশ ও স্থানীয় সকল ভক্তবৃন্দদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কমিটির সভাপতি তপন রায়
চৌধুরী, সহ-সভাপতি কালিপদ দাস, সাধারন সম্পাদক বলাই দাশ ও কোষাধক্ষ দেবার্শীষ দাস
সকলকে আমন্ত্রন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here