যশোরে পালিত ছেলের হাতে মাকে নির্মমভাবে হত্যা

0
109

যশোর অফিস ; যশোর শহরের মনিহার এলাকার ফল মার্কেট নামে পরিচিত ফলপট্টি এলাকায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। পালিত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন খালেদা সিদ্দিকা রুমি (৬০) নামে এক মহিলা। তিনি ওই এলাকার মৃত শেখ শাহজাহানের স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ মে) রাত ২টা থেকে দুপুর ৩টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত শেখ শামস বিন শাহজাহান (১৯) মাদকাসক্ত। তিনি বাঁশের লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন খালেদাকে,তাকে শৈশবে দত্তক নিয়েছিলেন।
নিহতের ভাড়াটিয়া ইমরান (২৫) জানান, রাত আনুমানিক ২টার দিকে তিনি চিৎকার ও বাকবিতণ্ডার শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সন্দেহ হওয়ায় পরদিন দুপুর ৩টার দিকে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলার জন্য অনুরোধ করে। শামস নিজেই দরজা খুলে দেয়। পরে তার দেখানো মতে পুলিশ ঘরে ঢুকে খালেদার নিথর দেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকেই শামসকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিঃসন্তান দম্পতি খালেদা ও শাহজাহান প্রায় ১৯ বছর আগে কুমিল্লা থেকে তিন মাস বয়সী শামসকে দত্তক নিয়েছিলেন। তবে গত কয়েক বছর ধরে শামস মাদকের নেশায় জড়িয়ে পড়ে। সে প্রায়ই মায়ের কাছে টাকা চাইত, আর টাকা না পেলে গালাগাল ও শারীরিক নির্যাতন করত।
পুলিশের ধারণা, ওই রাতেও নেশার টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে শামস খালেদাকে আঘাত করে হত্যা করে। কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান সাংবাদিকদের বলেছেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ থেকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here