কোরবানির ঈদে বিক্রয়ের জন্য ১৬ হাজার পশু প্রস্তুত

0
200

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে কোরবানির ঈদে বিক্রয়ের জন্য ১৬ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। এলাকাবাসী ও
প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, ছোট-বড় খামারীসহ কৃষকরা বাড়িতে ওই
সমস্ত পশু বিক্রয়ের জন্য পালন করেছেন। তবে এখনও হাটে কোরবানির পশু বিক্রি জমে ওঠেনি।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্র জানায়, এ বছর কোরবানির ঈদে ৪ হাজার ২০২টি
গরু, ১১ হাজার ৫৮৬টি ছাগল ও ১৫টি ভেড়া বিক্রয় যোগ্য করে পালন করা হয়েছে।
উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় খামারীদের পাশাপাশি কৃষকরাও ওই সমস্ত
পশু বিক্রয়ের জন্য প্রস্তুত করেছেন।
উপজেলার মূলগ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, তাদের পরিবারে ৫টি বড় গরু
কোরবানির ঈদে বিক্রয়ের জন্য পালন করা হয়েছে। এ সমস্ত পশু আগামী সপ্তাহের প্রথম
দিকে হাটে তোলা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার বলেন, কেশবপুরে এ বছর
কোরবানি যোগ্য প্রায় ১৬ হাজার পশু বিক্রয়ের জন্য প্রস্তুত করেছেন কৃষকসহ খামারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here