মোংলায় সরকারী কলেজে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার——– চোরতন্ত্র বন্ধ করতে পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব

0
179

মোংলা প্রতিনিধি : চোরতন্ত্র বন্ধ করতে পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। বিগত সময়ে লুটেরা পুঁজিবাদ থেকে দেশে চোরতন্ত্র তৈরি হয়েছে যাতে রাজনীতিক, সামরিক ও বেসামরিক আমলা, বিচার বিভাগসহ সবাই অংশ নিয়েছিল। গত দেড় দশকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সে জন্য দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধতা গড়তে পারে আগামীর শুদ্ধতা ও সমৃদ্ধির বাংলাদেশ। ২৬ মে সোমবার দুডুরে মোংলা সরকারি কলেজ মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলে বিষেষ্ট জনরা।
এসময় উপজেলা প্রশাসন, মোংলা সরকারি কলেজ, দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা ও মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে ”শুধুমাত্র প্রবীনদের দিয়ে নয়, সততা ও তারুণ্যই গড়তে পারে সমৃদ্ধির বাংলাদেশ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. অসিত বসু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নরেশ চন্দ্র হালদার, স্বদেশ মন্ডল, মোল্লা আল মামুন, সুনীতি রায়, রীতা সরকার, রোহিনী বরন রায় প্রমূখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন মোংলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান ও মানবিক শাখার পক্ষ দলের অথৈ মিস্ত্রী (দলনেত্রী), লিমন, সাইবা আক্তার ইতি, বিপক্ষ দলের প্যানিলা বৈরাগী (দলনেত্রী), জিল্লুর রহমান ও তানু খানম।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক প্রদীপ অধিকারী ও প্রভাষক সাহারা বেগম।
প্রধান অতিথির বক্তৃতায় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী বলেন, নীতি কথা সবাই জানি কিন্তু মানিনা। কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেলে, শ্রমিক শ্রমের যথার্থ মূল্য না পেলে, সমৃদ্ধ বাংলাদেশ হবেনা। বিতর্ক প্রতিযোগিতায় একাদশ বিজ্ঞান শাখা চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন মোংলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী প্যানিলা বৈরাগী। সবশেষে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী সহ অন্যান্য সুধীজনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here