দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশের হাতে ১০ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও ওজনের ডিজিটল মেশিনসহ ১ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি দল মাদকবিরোধী দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার রাঙ্গিয়ারপোতা নতুনপাড়া অভিযান চালায়।এসময় শখের আলীর বাড়িতে অভিযান চালিয়ে
মোছাঃ রুবিনা খাতুন (৩৫)কে গ্রেফতার করে।পরে তার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১০ বোতল ফেন্সিডিল, ওজন ১০০০ মিঃ লিঃ, মূল্য অনুমান ৩০ হাজারটাকা, ১ কেজি গাঁজা, মূল্য অনুমান ৩০ হাজার টাকা, একটি ওজন পরিমপক জিডিটল মেশিন, মূল্য অনুমান ২ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।















