মণিরামপুরে মৎস্য ঘের অপসরণ দাবিতে কৃষক সমাবেশ ও মানব বন্ধন

0
109

আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুরে ফসলী জমিসহ বিল রক্ষা ও মৎস্য
ঘের অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও কৃষক সমাবেশ
করেছেন জমির মালিক ও ক্ষতিগ্রস্থ কৃষকরা।
জানাযায়, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া, ব্রাহ্মনডাঙ্গা, হুরগাতী, ভবানীপুর, জয়পুর গ্রামসহ
৮/১০ টি গ্রামের হাজার হাজার কৃষকের একমাত্র সম্বল কোচ বিল। এক শ্রেণীর অসাধু ব্যক্তি
একের পর এক ফসলী জমি নষ্ট করে ঘের তৈরি করে চলেছে। কৃষকরা জমিতে চাষ করে শুধু
ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ উঠেছে ঝাঁপা গ্রামের সরোয়ারের ছেলে এনামুল (৩৫) ফসলী
জমিতে ঘের কাটার অপরাধে গতকাল সোমবার বিকেল ৪ টার সময় ভবানীপুর পীরতলা সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন ও কৃষক সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির
মালিকেরা। সমাবেশে তারা অভিযোগ করেন, এলাকার আবাদি জমি ও বিল দখল করে একশ্রেণির
প্রভাবশালী ব্যক্তি মাছের ঘের তৈরি করেছেন। এতে জমিতে পানি জমে থাকে, ধানসহ অন্যান্য
ফসল চাষে বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষিজীবীদের জীবিকায় নেমে এসেছে বিপর্যয়। সমাবেশে
বক্তব্য রাখেন, অবঃ মাষ্টার নূরুল ইসলাম, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, জাকির হোসেন
প্রমৃখ। বক্তারা বলেন, বিলের চারপাশে অন্তত ৮/১০ টি গ্রামের এই অঞ্চলের হাজার হাজার পরিবার এ
বিলের আবাদের উপর নির্ভর করে বেঁচে আছে। ঘেরের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, ফলে
ফসলহানির পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। ”তারা দ্রুত ঘেরগুলো অপসারণ করে স্বাভাবিক
পানি চলাচল নিশ্চিত ও আবাদি জমির স্থায়িত্ব রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here