যশোরে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুজন গ্রেফতার, মোবাইল কোর্টে সাজা

0
400

যশোর অফিস : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, যশোরের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (তারিখ উল্লেখ করুন) যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়স্থ মাছ বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকার আখের বিশ্বাসের ছেলে মো. সিরাজুল বিশ্বাস (৩০) এবং একই উপজেলার কাঁপাশহাটি গ্রামের শামছুর খানের ছেলে মো. ইমরান খান (৩২)।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাহাত খান এবং মাহির দায়ান আমিন।
মোবাইল কোর্টে মো. সিরাজুল বিশ্বাসকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মো. ইমরান খানকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যশোর জেলাজুড়ে মাদক নির্মূলে নিয়মিতভাবে এমন অভিযান চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here