যশোরে ৪৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক, মোবাইল কোর্টে সাজা

0
92

যশোর অফিস : যশোরের গাজীর দরগাহ ফিলিং স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ মে) এ অভিযান চালানো হয়।
আটকরা হলেননূরনবী (৬০), শহিদুল ইসলাম বাবু (৫০) ও বাবুল গাজী (৪০)। তারা যশোর জেলার কোতোয়ালি ও শার্শা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পরে মোবাইল কোর্টে বিচারকাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত খান ও ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাস্তি প্রদান করেন। নূরনবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা, শহিদুল ইসলাম বাবুকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, এবং বাবুল গাজীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
আসামিদের সাজা শেষে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here