সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে যশোরে নানা কর্মসুচি পালিত

0
121

যশোর অফিস : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে যশোরে নানা কর্মসুচি পালন করছে বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহ। শুক্রবার সকালে শহরের লালদীঘিপাড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা উলামা দলের আয়োজনে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্র্গিস বেগম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্রে রুপান্তরিত করতে নানা কর্মসূচি গ্রহণ করেন। যেকারনে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা সেদিন তাকে নৃশংসভাবে খুন করেছিল। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে একই স্থানে জেলা ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করা হয়। এদিকে যুবদলের উদ্যোগে শহরের প্রতিটি ওয়ার্ডে দারীদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here