যশোরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ

0
277

যশোর অফিস : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে শহরের ভৈরব নদের দড়াটানা অংশে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
অবমুক্তকৃত পোনার মধ্যে ছিল রুই, বাটা, সিলভার, জাপানি মৃনাল কাপ ও তেলাপিয়া মাছ। জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুব দলের আহ্বায়ক আনছারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষার, আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম আসাদ, শাহ আলম, আসলাম শেখ, বিদ্যুৎ কুমার বিশ্বাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here