মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় কৃষি উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা ও উত্তম কৃষি চর্চা বিস্তারের লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কৃষক কংগ্রেস নামে প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কৃষক কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সেমিনারে নড়াইল জেলা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম,কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,”উন্নত কৃষি প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল ফসল চাষের মাধ্যমে কৃষি খাতে বিপ্লব ঘটানো সম্ভব। পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক-ভোক্তা সংযোগ অত্যন্ত জরুরি।প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কৌশল মাটি ও পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, পুষ্টিকর শাকসবজি ও ফসল উৎপাদনের পদ্ধতি, কৃষি উদ্যোক্তা হিসেবে নারীর অংশগ্রহণ এবং কৃষিপণ্যের বাজারজাতকরণে কৃষকরা ভূমিকা রাখতে পারে।















